টানা বাড়ার পর এবার কমতে শুরু করেছে পদ্মার পানি। আজ রোববার সকালে রাজশাহী পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। তবে এখনো ঝুঁকিতে রয়েছে শ্রীরামপুর টি-গ্রোয়েন। পরিস্থিতি সামলাতে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে রাজশাহী পাউবো।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, রোববার ভোর ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৭৮ মিটার। এর আগের দিন শনিবার সকাল ৬টায় পদ্মার পানির উচ্চতা পাওয়া গেছে ১৭ দশমিক ৮৫ মিটার এবং সন্ধ্যা ৬টায় ১৭ দশমিক ৮৩ মিটার।
অর্থাৎ গত ২৪ ঘন্টায় পানি কমেছে ৭ সেন্টিমিটার। ফলে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচে দিয়ে। রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০