নিজস্ব প্রতিবেদক : চরখিদিরপুর থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে নৌকায় ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা নদী থেকে লাশগুলো উদ্ধার করে ডুবুরি দল। উদ্ধার হওয়া ব্যক্তি হলো, নগরীর ডাঙ্গেরহাট
এলাকার শামিম (৪৮) ও তার মেয়ে রশ্মি (৭)। এ তথ্য নিশ্চিত করে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মেহেদি জানান, আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০