নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মা নদীর চর খিদিরপুর থেকে বৌভাত শেষে ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বর-কনেসহ অন্তত ৩০ জনের কারও সন্ধান পাওয়া যায়নি। আর তাদের সন্ধানে পদ্মাপাড়ে অপেক্ষা করছে স্বজনরা। প্রত্যেকে যেন শোকে হতবিহম্বল। মুহূর্তেই বিয়ের আনন্দ শোকে পরিণত হয়। উদ্ধারকাজে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ছাড়াও অংশ নিয়েছে রেস্কিউ টিম, বিড্বলিউ টি এ'র ডুবুরি দল। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও কারও সন্ধান পায়নি
উদ্ধারকারী দল। এর আগে নৌকাডুবির পর রাজশাহীর পদ্মা নদী থেকে ১২ জন বিভিন্নভাবে পরিবারের সাথে যোগাযোগ করে এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মরিয়ম নামের এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতালে ভর্তি আছে ৫ জন। এর মধ্যে দুই মাঝি রয়েছে। এদিকে ঘটনা মহানগরীতে
ছড়িয়ে পড়লে পদ্মা পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়। সেখানে ছুটে যান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। স্রোত বেশি থাকায় ও রাত হওয়ায় তেমনভাবে উদ্ধারকাজ চালাতে পারেনি ডুবুরি দল। শনিবার সকাল নটার দিকে রাজশাহী ফায়ার সার্ভিস জানায় এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার তৎপরতা চলছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০