রাজশাহীর পদ্মার চরে মাটি থেকে বের হচ্ছে গ্যাস - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০১৭, ৮:০০ পি.এম
রাজশাহীর পদ্মার চরে মাটি থেকে বের হচ্ছে গ্যাস
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীর চর থেকে উঠছে গ্যাস। গত কয়েক দিন পদ্মার চরের গ্যাস উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উন্মুক্ত চর থেকে গ্যাস উঠায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, শ্রীরামপু নদী সংলগ্ন পদ্মার চরে গত কয়েকদিন ধরেই গ্যাস উঠছে। মাটির নিচ থেকে গ্যাস উঠায় অনেক মানুষ হাড়ি বসিয়ে রান্নার কাজও করছেন। গ্যাস উঠা দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন।
তবে এখনই কোন ব্যবস্থা না নেওয়া হলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
গত কয়েক বছর ধরে গ্যাস উঠলেও সরকারের পক্ষ থেকে কোন পর্যবেক্ষন করা হয়না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, গ্যাস উঠার বিষয়টি শুনেছি। এটা ম্যাটিউরড কোনো ধরনের গ্যাস না। ওই জায়গায় কোনো এক সময় গাছ জাতীয় জিনিস নিচে চাপা পড়ে থাকতে পারে। যা পচে গ্যাস তৈরি হয়েছে। এটা কিছুদিন পর শেষ হয়ে যাবে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০