নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পদ্মার চরাঞ্চল থেকে মানুষকে সরিয়ে নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে এ নির্দেশনা দেওয়া হয়। ফারাক্কার গেট খুরে দেওয়ায় পানি বেড়ে যাওয়ার কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৫ তারিখ পর্যন্ত পানি বাড়তে পারে। পানি বেড়ে ডুবে যাওয়ার শঙ্কায় রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে এসব চরাঞ্চলে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক বসবাস করেন। লোকজনকে সরিয়ে
নিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আশঙ্কা আরো বাড়লে প্রশাসনের পক্ষ থেকেই তাদের সরিয়ে নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) শহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো আরও কিছু গেট খুলে দেওয়া হয়েছে। এছাড়াও টানা বর্ষনের কারণেও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮
সেন্টিমিটারে। দুই দিন দিনের মধ্যে বিপদ সিমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রাম করতে পারে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, পদ্মায় পানি বেড়ে চরাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। যার কারণে রাজশাহীর পবা, চারঘাট, গোদাগাড়ী ও বাঘা উপজেলা সংশ্লিষ্ট পদ্মার চরাঞ্চলে যারা বাস করে তাদের সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব এলাকায় ৬ থেকে ৭ হাজার লোক বাস করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০