নিজস্ব প্রতিবেদক : চরখিদিরপুর থেকে বৌভাত শেষে রাজশাহীর পদ্মা নদীতে বর-কনে যাত্রীসহ নৌকা ডুবির ঘটনায় এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে মাঝ বয়সী এ নারীর মরদেহ উদ্ধার করে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পদ্মার মাঝ নদীতে নৌকাডুবি হওয়ার পর রাত আটটার দিকে দুই শিশুসহ ১২ জন উদ্ধার হয়। তবে এরমধ্যে এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপর থেকে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রেস্কিউ টিম ঢাকার ডুবুরি দল পদ্মা নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে। এ ছাড়া আর কারও লাশ উদ্ধার বাসন পাওয়া যায়নি।
পদ্মার মাঝ নদীতে নৌকাডুবি হওয়ার পর অন্য নৌকায় বাড়িতে ফেরা এক মাস বয়সী নারী ও যুবক জানান, তারা যে নৌকায় ছিল সে নৌকাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর সেটি দিয়ে পানি উঠতে শুরু করে। এরপর পানি ঢুকতে শুরু করে নৌকাটিতে। আর আরেকটি নৌকা কিভাবে ডুবেছে তা তিনি জানাতে পারেননি। কতজন যাত্রী ছিল এ বিষয়ে তারা জানায় দুই নৌকা মিলে মোট জন যাত্রী ছিল ৪২ জন। এরমধ্যে ১৩ জন উদ্ধার হয়েছে। প্রাণে বেঁচে গেছেন- বর আসাদুজ্জামান রুমন (২৫)। তিনি নদীর ওপারে থাকা চরখিদিরপুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০