নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। রোববার সকাল থেকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, রংপুরের দল ও বি ড্বলিউ টিএ এর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
কনেসহ এখনও নিখোঁজ রয়েছে তিন জন। এরা হলেন, কনে সুইটি বেগম, তার খালা আঁখি ও খালাতো বোন রোকাইয়া। ফায়ার সার্ভিস ও বিআইডাব্লিউটি’র ৫ জন ডুবুরি ছাড়াও নৌ-পুলিশ, বিজিবি ও স্থানীয় জেলেরা রয়েছে উদ্ধারকারী দলে। সমন্বিত ডুবুরিদল উদ্ধার অভিযান চালালেও এখনো পর্যন্ত তিনজনের কাউকে উদ্ধার করতে
পারেনি। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চরখিদিরপুর থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাঝ নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে এ পর্যন্ত ৬ টি লাশ উদ্ধার করা হয়েছে। বর সহ বাকিরা নিরাপদে উঠলেও এখনো পর্যন্ত তিন জনের সন্ধান পাওয়া যায়নি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০