নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীতে ডুবে বিরেক ঘোষ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কিশোর নগরীর শ্রীরামপুর এলাকার সন্তোষের ছেলে।
পরিবারের বরাত দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিরেকসহ আরো কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে
রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে ওই কিশোরের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পুলিশ বক্স নিশ্চিত করেছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০