নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ‘নিখোঁজ’ ছাত্রলীগ নেতা মহসিন সরদার ওরফে রনিকে (২৭) অবশেষে নাটোর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে রনিকে কেউ অপহরণ করেছিল কী না- সে ব্যাপারে কিছু জানাননি ওসি। এছাড়া তাকে কী অবস্থায় উদ্ধার করা হয়েছে সে ব্যাপারেও তিনি কিছু বলেননি।
এর আগে সোমবার (২৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে জেলার আবদুলপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
ওসি আমান উল্লাহ বলেন, ‘রনি ভালো আছে, সুস্থ আছে। এখন এর চেয়ে আর কিছু বলা যাচ্ছে না।’
এদিকে, রনির ছোট বোন মুন্নি খাতুন সাংবাদিকদের বলেন, ‘এখনও তার ভাই থানায় রয়েছে। তার সঙ্গে ঠিকমতো কথা হয়নি। কথা হলে পরে বিস্তারিত জানাতে পারবেন।
এর আগে ছাত্রলীগ নেতা রনি রোববার (২৮ জানুয়ারি) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তবে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে রনি তার পরিবারকে বিপদে পড়ার কথা জানিয়েছিলেন।
এ ঘটনায় রোববার রাতে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন রনির ছোট বোন মুন্নি খাতুন। রনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। রনির বাড়ি মহানগরীর বোয়ালিয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মজিবর সর্দারের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০