নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। গতকাল সোমবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশের একটি দলের সযোগিতায় মতিহার থানার কাটাখালী হাজরাপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ড্যাম্প ফিক্স (উঅগচ ঋওঢ) এর নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মীর পারকিং টাইলস এর স্টোরেজ হতে ৪৮ কার্টুন নকল ড্যাম্প ফিক্স (উঅগচ ঋওঢ) আটক করে এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার করিমকে আটক করে।
আটকের পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম ফুলতলা লিচুবাগান এলাকায় বিল্ডকো এন্টারপ্রাইজ এর স্টোরেজ হতে ২৫ কার্টুন নকল ড্যাম্প ফিক্স (উঅগচ ঋওঢ) আটক করা হয় এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার তুহিনকে নকল ড্যাম্প ফিক্স বিক্রয় ও বাজারজাতকরনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার এমএম সামিরুল ইসলাম। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে নকল পণ্য বিক্রয় বা বাজারজাত না করার জন্য সতর্ক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০