সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম,সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান,উপজেলা প্রানি সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাজনীন নাহার, ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, সকল অভিভাবকদের কন্যা শিশুর সাথে সুবান্ধব গড়ে তুলতে হবে। বর্তমানে কোন শিশুই নিযার্তনের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০