নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ঐতিহ্যবাহী ও পুরাতন ঘোড়ামারা পোস্ট অফিসে হয়রানি ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে অফিসের জড়িতদের শাস্তি এবং বদলির জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়ামারা পোস্ট অফিসের কর্মচারীদের কাছে লাঞ্ছিত হয়ে এ আল্টিমেটাম দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ঘোড়ামারা পোস্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন কর্মচারীরা। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতার অভাব রয়েছে। যার কারণে সেবা প্রত্যাশীদের হয়রানি হতে হয়। আমিও আজ পোস্ট অফিসে কাজে
এসেছিলাম। এ সময় পোস্ট অফিসের কর্মচারী রাজুসহ কয়েকজন আমার সাথে খারাপ আচরণ করেন। এমনকি হাতাহাতির পর্যায়ে চলে যায় বিষয়টি। ঘটনার পর জড়িতদের বদলি ও শাস্তির জন্য ২৪ ঘণ্টার
আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।তবে জামাত খানের সাথে কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে ঘোড়ামারা পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার শফিকুল ইসলাম বলেন,
এক কর্মচারী ভেতরে আসছিলেন এ সময় তার সাথে একটু লেগেছিল। জামাত খানকে চিনতে না পারায় এমন ঘটনা ঘটেছে। পরে আমি তাকে আমার চেম্বারে নিয়ে এসে আসি। এতেই তিনি একটু মাইন্ড করেছেন। পোস্ট অফিসের কিছু কর্মচারীর অদক্ষতার কারণে গ্রাহকদের হয়রানি হতে হয় গ্রাহকদের পক্ষ থেকে করা এমন অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, পোস্ট অফিস এখনো ডিজিটালাইজড না হওয়ায় গ্রাহকদের হয়রানি হতে হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রাহকদের বসার ব্যবস্থাও করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০