নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রপলিটন পুলিশের কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার, ডি এম হাসিবুল বেনজীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, উৎপল চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, আরএমপি, রাজশাহীগণ উপস্থিত ছিলেন। আনোয়ার আলী তুহীন, অফিসার ইনচার্জ, কর্ণহার থানা, আরএমপি, রাজশাহীর
উপস্থাপনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কর্ণহার থানার বিটের অফিসারগণ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সভার মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। সর্বপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০