নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানী পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে দাখিলকৃত ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করে, স্বতন্ত্র ১ মেয়র প্রার্থী বাদে ৪২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শাহিন রেজা। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রিবন আহমেদ এর দাখিলকৃত ভোটারদের মধ্যে কয়েকজনের স্বাক্ষর মিল না পাওয়ায় তার
মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। মেয়র পদে বৈধ ৩ প্রার্থী হলেন- আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহীদুজ্জামান , বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী, পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী। উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০