নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মালোপাড়ায় অবস্থিত হোটেল স্কাই থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ জন যুবক-যুবতী ও হোটেল স্টাফসহ ৭ জনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর মালোপাড়ায় অবস্থিত আবাসিক হোটেল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর চারঘাট থানার পান্নাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে বুলবুল আহমেদ ২০, নাটোরের বাঘাতিপাড়া উপজেলার পাকা গ্রামের একরামুলের ছেলে আসাদুজ্জামান ২৭, রাজশাহীর বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের ফজদুরের ছেলে মিজানুর রহমান ২২ ও আনিকা খাতুন। বাকিদের নাম পাওয়া যায়নি।জানা গেছে, শুক্রবার বিকেলে আটককৃতরা নগরীর মালোপাড়ায় অবস্থিত আবাসিক হোটেল স্কাইয়ে উঠে অসামাজিক কাজ করছিল। নগর গোয়েন্দা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালিয়া থানায় সোপর্দ করে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমানুল্লাহ বলেন, আটককৃতদের অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০