নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আদালত চত্বর থেকে সাজাপ্রাপ্ত আসামী মার্সাল পালিয়ে যাওয়ার ঘটনায় মাসুদ নামের এক কন্সটেবলকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর তানভীর হায়দার চৌধুরী বলেন, আদালত চত্বর থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগে মাসুদ নামের এক কন্সটেবলকে পুলিশ কমিশনার স্যারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা আরএমপির উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ বলেন, তদন্ত করে যা পাওয়া গেছে সেই রিপোর্ট হেড কোয়ার্টারে জমা দেওয়া হয়েছে। হেড কোয়ার্টার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, মার্চ মাসের শুরুর দিকে নগরীর শিরোইল এলাকার বাসিন্দা মার্সাল কোর্ট চত্বর থেকে পালিয়ে যায়। তবে ওইদিন রাতেই সে পুলিশের হাতে গ্রেফতার হয়। ঘটনার পর পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্তের পরেই এ ব্যবস্থা নেওয়া হলো।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০