নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীসহ রুস্তম আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক বেলপুকুর থানার বাঁশবাড়িয়া পুর্বপাড়া গ্রামের সাদের আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে ভেজাল প্রসাধনীসহ আটক করা হয়। আটক ভেজাল প্রসাধনীর আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, বেলপুকুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলপুকুর থানাধীন বাঁশপুকুরিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা রুস্তম আলীর বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশী চালিয়ে তার বাড়ি থেকে সরকারী অনুমোদনহীন ভেজাল প্রসাধনী লাটা হারবাল স্কিন ব্রাইট ক্রিম ৯৮০০ টি, গর্জিয়াস হোয়াটিং ক্রিম ২০০টি, ডিপ বিউটি হোয়াইটিং এন্ড ক্রিম ১৮০টি, ৪০ টি কাগজের
বক্সে প্রতিটিতে ৬ টি করে এ্যালোভেরা হোয়াইটিং ক্রিম, হোয়াইটিং লোশন গেøারি, ২০০ টি, লতা হারবাল ক্রীম এর খালী প্যাকেট ৫০০ টি, গর্জিয়াস হোয়াইটিং ক্রিমের খালী প্যাকেট ৫০০ টি, ডিপ বিউটি ক্রিমের খালী প্যাকেট ২০০ টি, এলসিআই ব্রাইট এন্ড এল হোয়াইটিং ক্রিম ১০ প্যাকেট, ১০০ টি সাদা খালি বোতল সহ নকল প্রসাধনী তৈরির কাজে ব্যবহ্নত ২৩ কেজি আঠালো মিশ্রন পেস্ট, ১ কেজি গিøসারিন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০