করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে আগামী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজশাহীর স্থানীয় প্রশাসনের সভায় ১১ জুন শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত এই সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহনসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এই লকডাউনের বিধি-নিষেধের বাইরে থাকবে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আগামীকাল শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্য রাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০