নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এর উদ্বোধন করেন এনবিআরের সদস্য জামাল হোসেন। মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় ১৭টি স্টল রয়েছে। এর মাধ্যমে সেবাগ্রহীতারা বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি আয়কর জমা ও রিটার্ন
দাখিলে সাহায্য নিতে পারবেন। মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই আয়কর জমা ও রিটার্ন দাখিলের জন্য করদাতাগণ ভিড় জমান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে করদাতাগণ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে ভিড় জমান। মেলায় কর কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০