রাজশাহী মহানগরীতে ৬ জন জুয়াড়িকে জুয়া খেলার উপকরণসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর মতিহার থানার তালাইমারী বালুরঘাট এলাকার মৃত আসলামের ছেলে শহিদ (৪০) ও মৃত নাজিম উদ্দিনের ছেলে হাবিব (৩০), তালাইমারী পাওয়ার হাউজপাড়া এলাকার সন্তোষ কুন্ডুর ছেলে সনজিবন কুন্ডু (৫০), তালাইমারী বাজে কাজলা এলাকার বাচ্চুর ছেলে নয়ন (৩০), নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারী এলাকার সবুর শেখের ছেলে মানিক
মিয়া (৪৮) ও তালাইমারী বাবর আলী রোডের আবু বক্করের ছেলে সেলিম রেজা (৪৪)। গত মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে নগরীর তালাইমারী বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বালুরঘাট এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০