রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো, মকসেদ (৫০), হোসেন (৪৫), লাল মাহমুদ (৩৮), মঞ্জুর হোসেন (৩০), রাসেল ইসলাম (২৬) ও ফরহাদ (২৫)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরের বড় বনগ্রাম এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে। বিষয়টি জানতে পেরে ডিবির ওই টিম তাৎক্ষণিক নগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০