নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ও মহানগর মিলিয়ে ৫ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪ জন। আর মারা গেছে ৪৬ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৫ হাজার ৫ জনের মধ্যে
রাজশাহী মহানগর এলাকায় ৩৬৭১ জন, বাঘা উপজেলায় ১৬২ জন, চারঘাট উপজেলায় ১৬০ জন, পুঠিয়া উপজেলায় ১২৮ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৩৪ জন শনাক্ত হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০