নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ৫ ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮ জন। আর মারা গেছে ৪৬ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭১৮ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৩৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৪৯৩ জনের। শনাক্তের মধ্যে ১৮ হাজার ৮৮৬ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ৪৯৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩১৯ জন, নাটোর ১০২১ জন, জয়পুরহাট ১১১৮ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৮০৮ জন, সিরাজগঞ্জ ২২০৬ জন ও পাবনা জেলায় ১১৮১ জন। মৃত্যু হওয়া ৩১০ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৩১৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০