নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৪ জন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়েছেন। প্রত্যেকেই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত রয়েছে। গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮জনের নমুনায় করোনা ধরা পড়ে। আর এই ৮জনের মধ্যে ৪ জনই স্বাস্থ্যকর্মী। আক্রান্তরা হলেন, জেসমিন (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের
করোনা ওয়ার্ডে (২৯ ও ৩০ নং) কর্মরত আছেন। কাজল (৩৮) কাজ করেন রাজশাহী জেলা পুলিশের হাসপাতালে। সেলিনা আক্তার (৪৪) কাজ করেন নগরীর একটি স্বাস্থ্য কেন্দ্রে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের রিসিপশনিস্ট আয়েশা আক্তার (২৬)। তিনি সিটি কর্পোরেশনের নিচ তলায় অবস্থিত রিসিপশনে কর্মরত। থাকেন নগরীতে। প্রত্যেকেই নিজ কর্মস্থল থেকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০