নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৪৯ তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী’র উদ্যোগে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সভাকক্ষে গতকাল রোববার বেলা ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসটিআই’র পরিচালক তাহের জামিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বারের সহসভাপতি মাসুদুর রহমান রিংকু, ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুয়েটের ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন।
প্রতিপাদ্য বিষয়ের উপর বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌঃ এম, এ, হান্নান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতি তার স্বাগত ভাষণে বিশ্ব মান দিবস পালনের উদ্দেশ্য ও স্বার্থকতা, বিএসটিআই এর কার্যক্রম ও পরিচিতি এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশে জাতীয় মান প্রণয়নের ক্ষেত্রে বিএসটিআই’র ভূমিকার বিস্তারিত বিবরণ দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ডাঃ মোঃ মনিরুল হক প্রতিপাদ্য বিষয়ের উপর মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০