নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রকাশ্য মাদক উৎপাদন ও বিক্রির অপরাধে ৪৪ হাজার ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে ও ভ্রাম্যমাণ আদালতে ৪ চার মাদক ব্যবসায়ীর ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে ১৫টি ড্রাম. ১০টি সিলভার পাতিল, ৮টি বালতি, ৫টি ছোট পাতিল ও ১টি জারকিন আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এবং গোদাগাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী
থানাধীন শান্তিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক উৎপাদন ও বিক্রির অপরাধে ৪ জন মাদক ব্যবসায়ীকে ৪৪০১০ লিটার দেশি মদ, ১৫ টি ড্রাম, ১০টি সিলভার পাতিল, ৮টি বালতি, ৫ টি ছোট পাতিল, ১ টি জারকিনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জন আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত আসামীদেরকে আইনানুগভাবে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর, উদ্ধারকৃত দেশি মদ ও অন্যান্য আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০