নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আগামী ৪ অক্টোবর ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৪ অক্টোবর রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার ও জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। তিনি আরো জানান, মেলায় ১৭৮ টি স্টল থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরীর আলুপট্টি মোড় থেকে র্যালি করা হবে। র্যালিতে ২টি হাতি ও ঘোড়ার গাড়ী থাকবে। মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় তাৎক্ষনিক সেবা দেওয়া হবে। দিনের দিন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সেবা দেওয়া হবে। মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০