সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী দাবা একাডেমি ও শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট অডিটরিয়ামে শুরু হবে ‘২য় পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্ট-২০১৮। প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপ ১ম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং খ গ্রুপ ৭ম থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত। নগদ পঁচিশ হাজার টাকার অর্থ পুরস্কারসহ মোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে। রাজশাহীর
বাইরের প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হবে। আগ্রহী প্রতিযোগীদের ৩০/-এন্ট্রি ফি সহ নাম ও ঠিকানা আগামী ২৫ মার্চের মধ্যে অফিস চলাকালীন সময়ে রাজশাহী জেলা ক্রীড়া অফিস (পি.এন.গার্লস স্কুলের উত্তরে) অথবা রাজশাহী শাহমখদুম আবাসিক এলাকাস্থ রাজশাহী দাবা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম আলমগীরের নিকট জমা দেওয়ার অথবা ০১৭১২২৬৫৯২৬ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০