নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ আব্দুর রশীদ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর তানোর উপজেলার ধানুরা সরদারপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে থেকে মাইক্রোবাসহ আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী আব্দুর রশীদ অবৈধভাবে হেরোইন নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে
মাইক্রোবাস যোগে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিকে যাচ্ছিলো। পথে র্যাবের একটি আভিযানিক দল নগরীর কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন পূর্ব কোনের রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে মাইক্রোবাস তল্লাশি করে আব্দুর রশিদকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। রশীদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করিয়া বিক্রয় করছে বলে স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০