নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১ ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯ জন। আর মারা গেছে ৪৬ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭১৯ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৩৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৫০৬ জনের। শনাক্তের মধ্যে ১৮ হাজার ৯১২ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ৫০৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৫৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩১৯ জন, নাটোর ১০২৫ জন, জয়পুরহাট ১১১৯ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৮১৩ জন, সিরাজগঞ্জ ২২০৬ জন ও পাবনা জেলায় ১১৮৩ জন। মৃত্যু হওয়া ৩১১ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৩২১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০