নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাদের আটক করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মৃত মকবুলের ছেলে সাইফুর রহমান (৪৯) (ড্রাইভার), ও হেল লপার পিতা-মৃত মকবুল বাগেরহাট জেলার বাসিন্দা সোয়াকুল বাবর তালুকদার @ সোহাগ (৪৮)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০