নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১৬০০ পিস ইয়াবাসহ রাশিদা ওরফে রশিদা নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। আটক নারী মাদক ব্যবসায়ী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার ৬ নং ওয়ার্ডের আরাফাত হোসেন ওরফে তুষারের স্ত্রী। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৪,৮০,০০০/- চার লক্ষ আশি হাজার টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার
অধিনায়ক মোঃ জয়নুল আবেদীন আবেদিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক নারী ব্যবসায়ী রাশিদাকে ১৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০