রাজশাহী মহানগরীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতরা হলেন, রমজান আলী (৬০) ও তার মায়ের নাম আছিয়া (৯০)। তারা নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। রমজান আলী ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মৃত রমজান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর জানাজার জন্য কবর খোঁড়া ও যাবতীয়
প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। এরপর আজ শুক্রবার সকাল ৮টার দিকে রমজান আলীর মায়েরও মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। একই বাড়িতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা- ছেলের মৃত্যুর খবরে স্বজনন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে মা-ছেলেকে গোরহাঙ্গা করবস্থানে দাফন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০