রাজশাহী মহানগরীতে ১০ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর রাজপাড়া থানাধীন আলীর মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাচীর দিয়ে ঘেরা জায়গার মধ্যে টিন দ্বারা ঘেরা অস্থায়ী ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার আলির মোড় এলাকার হিয়াত আলীর ছেলে পিন্টু (৩২), লক্ষীপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩৫), দাশপুকুর ব্যাংক কলোনি বউ বাজার এলাকার মশিউরের ছেলে মনিপ (২৩), নাসির (২৮), নাইম (২২), মনিরুল ইসলাম ওরফে মনি (২৬), মৃত সৈয়দ আলীর ছেলে ইয়াসিন আলী (৪০), তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত রুস্তমের ছেলে
সালাম (৩৩), বুলনপুর এলাকার কাওসারের ছেলে রয়েল (১৯), মৃত শহীদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রাজু (৩৬)। এ সময় আসামীদের কাছ থেকে ৫ সেট তাস ও নগদ ৫৯ হাজার ১২৮ টাকা উদ্ধার করা হয়েছে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন. আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০