রাজশাহী মহানগরীতে ৭০ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম নামের ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ১৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার সিটি বাইপাস মোড় এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর ডিবি টনাস্থলে পৌঁছে রবিউল ইসলামকে গ্রেফতার করে ও ৭০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক অপর মাদক ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল। সে আরও জানায়, তারা একত্রে দীর্ঘদিন হেরোইনের ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০