ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী (আইটিসি) এর আয়োজনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় এবং হিউম্যান রাইটস এন্ড জাস্টিস প্রোগ্রাম অব ইউএনডিপি এর অর্থায়নে হিজড়া ইস্যু সম্পর্কিত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই ও এএসআই পদমর্যাদার ২৩ জন পুলিশ কর্মকর্তা, হিজড়া কমিউনিটির ৮ জন নেতৃবৃন্দ ও প্রতিনিধি এবং বন্ধু সোশ্যাল
ওয়েলফেয়ার সোসাইটির ৪ (চার) জন কর্মকর্তার উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইটিসি রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, মেসবাহ্ উ আহম্মেদ, ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। হিজড়া কমিউনিটির সদস্য ম্যাক্স মোস্তফা আকতার বিজলী তাহাদের পারিবারিক সম্পত্তির
উত্তরাধিকার, মৃত্যুর পর দাফন ইত্যাদি কার্যে জটিলতা সহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন ও পুলিশের সাহায্যের জন্য অনুরোধ জানান। প্রধান অতিথি তার বক্তব্যে হিজড়া কমিউনিটির মান উন্নয়নে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করেন এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাগণকে হিজড়া কমিউনিটির যে কোন সমস্যা সমাধানে অত্যন্ত ধৈর্য্য, মানবিকতা ও সহনশীলতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০