নিজস্ব প্রতিবেদক :
মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেট বন্ধ করে বিক্ষোভ করছে ইন্টার্ণ চিকিৎসকরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তারা সেখানে অবস্থান করে এ কর্মসূচী শুরু করে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক হয়রানির মধ্যে পড়ে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকরা জরুরী বিভাগে গিয়ে গেট বন্ধ করে অবস্থান শুরু করে। এ সময় তারা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানায়। গেট বন্ধ থাকার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভেতরে ঢুকতে না পেরে হয়রানির মধ্যে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়।
এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মির্জা কামালের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান নিয়েছে। পুলিশও সেখানে রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রæয়ারী রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে নারী ইন্টার্ন চিকিৎসককে নির্যাতনের অভিযোগ এনে মারধর করা হয়। তারপর পক্ষে বিপক্ষে বেশ কয়েকটি মামলা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০