নিজস্ব প্রতিবেদক :
গতকাল মঙ্গলবার রাত ১২টা। রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা দলের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখতে এসেছিলেন মহলদারপাড়া এলাকার সেলিম।
শুরু থেকেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন তিনিসহ অন্য মেসির সমর্থকরা। কারণ নাইজেরিয়ার সাথে খেলায় হেরে গেলে এবারের বিশ্বকাপ আসর থেকে বিদায় নিতে হবে প্রিয় দলটিকে। আর সেই সাথে বিদায় নিতে হবে পছন্দের খেলোয়াড় লিওনেল মেসিকেও। তাই খুব মনোযোগ সহকারে খেলা দেখছিলেন সেলিম।
যথারীতি ১২টায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা শুরু হয়। খেলার ১৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের দল নাইজেরিয়াকে একটি গোল দিয়ে দেয় লিওনেল মেসি। এ সময় বাঁধ ভাঙ্গা আনন্দে ফেটে পড়েন সেলিসসহ অন্য সমর্থকরা।
কিছুক্ষণ পরে নাইজেরিয়াও একটি গোল দেয় আর্জেন্টিনাকে। এ সময় নিশ্চুপ হয়ে যায় সেলিম। আর্জেন্টিনা জয়সূচক গোল দেয়। সেই গোল উদ্যাপন করতে গিয়ে হাত তালি দিতে শুরু করেন তিনি। হাত তালি দিতে দিতেই হার্ট এ্যাটাক করেন তিনি। হার্ট এ্যাটাক করলে অন্য লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মার্কস রোহোর দ্বিতীয় গোলে আর্জেন্টিনা জয় পেলে সেটি দেখে যেতে পারলেন না মেসির এ ভক্ত। এদিন নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় আর্জেন্টিনা।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, খেলা দেখতে গিয়ে কারো মৃত্যু হয়েছে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০