নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকার মকবুলের ছেলে শরিফুল ইসলাম (২৬) ও একই গ্রামের লতিফের ছেলে ইসমাইল (২৭)। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, নগরীর রাজপাড়া থানাধীন সিটি বাইপাশ (ঘোড়াচত্তর) চাঁপাইনবাবগঞ্জ গামীবাস কাউন্টার কাছে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশ তাৎক্ষনিক সেখানে অভিযান চালায়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে তাদের ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০