রাজশাহী মহানগরী থেকে হত্যা মামলার তিন পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার নুরনগর গ্রামের নাসিরের ছেলে আশিক রানা (২৬), হোসেন আলীর ছেলে হিমেল আহম্মেদ (২৮) ও আবুল কাশেমের ছেলে মুরাদ আলী (৩০)। আজ শনিবার বিকেলে নগরীর মতিহার থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এ সময় বাঘা থানায় দায়ের হওয়া হত্যা মামলার তিন পলাতক আসামীকে আটক করে। উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানাধীন খাগারবাড়িয়া গ্রামস্থ ভিকটিম জাকির (২৫) এর সহিত বর্ণিত আসামীসহ অন্যান্য আসামীর অর্থ লেনদেনের বিরোধের জেরে ভিকটিম জাকির কে জুলাই মাসের ১১ তারিখে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে খাগারবাড়িয়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দিয়ে পেটের নাভীর ডান পাশে ফ্যাস মেড়ে ভুরী বেড় করে নির্মম ভাবে হত্যা করে। পরে আসামীদের বাঘা থানায় হস্তান্তর করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০