হত্যার হুমকি ও ভয় দেখিয়ে রাজশাহী মহানগরীতে বিভিন্ন ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় মামলার আসামি আল-ইমরান ওরফে শেখ ইমরান মিয়া (২৭) কে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। সে রাজপাড়া থানার চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার পলাতক এজাহারভুক্ত আসামী|
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, আল-ইমরান ওরফে শেখ ইমরান মিয়া নগরীর দাশপুকুড়, বহরমপুর, তেরখাদিয়া, বসুয়া সহ আশে-পাশের এলাকার বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে হত্যার হুমকি ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রর্দশন করে চাঁদাবাজি করতো। সে তার নিজস্ব ক্যাডার বাহিনী তৈরী করে সন্ত্রাসী কার্যক্রম এর মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় লোকজন তার
বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এমন কি তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ার পরেও সে বিভিন্ন কৌশলে এলাকায় তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছিল। ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আল-ইমরান ওরফে শেখ ইমরান মিয়াকে গ্রেফতার করে। তার গ্রেফতারের সংবাদে এলাকার ঠিকাদার প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে বলে জানা গেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০