নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই ঠান্ডা বাতাসে শীত অনুভূত হচ্ছে। শনিবার দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত বাতাস বয়ে যায়। এসময় আকাশে ঘন মেঘ দেখা দেয়। বাতাস বয়ে যাওয়ার কারণে ঠান্ডা পড়তে শুরু করে। এই সময় সূর্যের দেখা না মেলায় ঠান্ডা অনুভূত হয়। এর আগে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আকাশে সূর্য ছিল এবং রাজশাহী নগরজুড়ে গরম ছিল।
জানা গেছে, শনিবার সকাল থেকেই রাজশাহী মহানগরীর আকাশে সূর্যের দেখা মেলে। বেলা বাড়ার সাথে সাথে গরম থাকে। দুপুর সাড়ে বারোটার পর একটা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত হঠাৎ জোরে জোরে বাতাস বয়ে যায়। বাতাস হওয়ার কারণে নগরজুড়ে ঠান্ডা অনুভূত হয়। এর পুরো সময় আকাশে সূর্যের দেখা মিলেনি। রাজশাহী
আবহাওয়া অফিস জানায়, শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০