নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আবির আহম্মেদ মিঠুন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঘা-আলাইপুর সড়কের ছাতারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার গাওপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আবির নিজে মোটরসাইকেল নিয়ে মনিগ্রাম বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বালু ভর্তি ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হয়েছে।
জে এন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০