নিজস্ব প্রতিবেদক ; রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা উল্টে পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, মতিহার থানার পুলিশ কনস্টেবল একরামুল ও অটোরিকশাচালক। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার নগরীর ফায়ার সার্ভিসের মোড়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার সকালে একটি মোটরসাইকেল-অটোরিকশা কে ধাক্কা দিলে পুলিশ কনস্টেবলসহ দুজন আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০