নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার নাজমুল হাসানের ছেলে মোটরসাইকেল চালক সিফাত (২২) ও মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার বরকতুল্লাহর ছেলে খয়ের আলী (৫০)। রোববার সকাল ৮টার দিকে উপজেলার যমুনা জুটমিলের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে মোটরসাইকেল চালক সিফাত যাচ্ছিলেন। পথে তিনি যমুনা জুট মিলের
কাছে পৌঁছালে অপর দিক থেকে জুট মিলের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া খয়ের আলীর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিফাত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তা পড়ে ও ধাক্কা লেগে খয়ের গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০