রাজশাহী মহানগরীতে সৎ ভাইয়ের বাঁশের আঘাতে ডান হাত ভেঙে আহত হয়েছেন মাসুদ রানা শান্ত (৩৬) নামের এক যুবক ।
আহত ওই যুবকের বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রানী নগর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। মারধরের ঘটনায় শান্তর ডান হাত ভেঙে যায়।
এঘটনায় গত রবিবার (১৫ মে) তার দুই সৎভাই ও ভাতিজার নামে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
তবে, আহত শান্তর অভিযোগ ঘটনার ৩দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা নেয়নি থানার পুলিশ।
আহত শান্ত জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে গত সোমবার সৎ ভাই রাজু(৪৩) মিঠ(৫০)ও তার ভাতিজা হৃদয়ের হামলার শিকার হন। এসময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মারধরে ঘটনায় ডান হাত ভেঙে যায়।
রামেক হাসপাতালে চিকিৎসা শেষে অভিযোগের বিষয়ে থানায় গেলে পুলিশ একবার উপরে পাঠায় আবার নিচে পাঠায়। বলেন, বিষয়টি দেখা হবে। কিন্তু থানা পুলিশ এখনো ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেনি।
তিনি হামলা ও মারধরের ঘটনায় জড়িত সৎভাই ও ভাতিজার বিচারের জানান।
এ ব্যাপারে, আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০