নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারকরণ ও মোটরযান চলাচলে সাধারণ নির্দেশাবলী লঙ্ঘন, দায়িত্ব পালনে বাধা ও নির্দেশ পালনে অসম্মতির দায়ে ৩৯ জনকে ২৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। ৩৯টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন ১২টি মামলায়
৩ হাজার ৮০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ ৫টি মামলায় ২৭০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে ৩টি মামলায় ১ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ১২টি মামলায় বাগমারায় ৩ হাজার ৩৫০ টাকা, মোহনপুর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম ৩টি মামলায় ১ হাজার টাকা, পুঠিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ৪টি মামলায় ১৫ হাজার ৪০০ টাকা। এ সময় ২১৫ টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০