রাজশাহী মহানগরীতে স্ত্রীর বড় বোন রোকোয়া (৪০) কে মারধর করে হারুন অর রশীদ (৪৫) নামের একব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ রোববার মতিহার থানা পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তি নগরীর চন্দ্রিমা থানাধীন ললিতাহর খড়খড়ি এলাকার মৃত আজাহার আলীর ছেলে। মামলার অপর আসামী ও হারুনের স্ত্রী রাবেয়া। তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী রোকেয়া নগরীর খড়খড়ি এলাকার মৃত এন্তাজ আলীর মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোকেয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আসামী রাবেয়া কৌশলে ভাই-বোনদের সম্পত্তি লিখে নেয়। চলতি মাসের ১৩ তারিখ সকাল সাড়ে ৬টার দিকে মামলার ১ নং আসামী হারুন ও তার স্ত্রী ওই রোকেয়ার বাড়িতে প্রবেশ করে চড়-থাপ্পড় মারে ও ২ নং আসামী পরনের শাড়ি খুলে শ্লীলতাহানী করে। এরপর লাঠি দিয়ে তাকে মারধর করে। মারধরে চিৎকার শুরু করলে তার স্বজনরা এগিয়ে আসলে হারুন ও তার স্ত্রী রাবেয়া তাকে হুমকি দিয়ে
ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আহত রোকেয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হলে তিনি নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলী তুহিন বলেন, এক নারীর মামলায় হারুন নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০