নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রীর মৃত্যু সইতে না পেরে স্বামী আত্মহত্যা করেছেন। আজ সকাল ৯টায় উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।
এরা হলেন- বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুল মান্নান (৪৮) ও তার স্ত্রী রুনা খাতুন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। এর পর রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে স্ত্রী রুনা খাতুনের মৃত্যু হয়। এ সময় স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে বাড়ির পূর্ব পাশে লিচুগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে স্বামী আবদুল মান্নান আত্মহত্যা করেন।
তাদের দুটি সন্তান রয়েছে। বড় ছেলে রিশন আহম্মেদ লালপুরে নানাবাড়ি থেকে মঞ্জিলপুকুর কলেজে লেখাপড়া করে। ছোট ছেলে সাব্বির হোসেন কালিদাসখালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০