নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় স্কুলে পড়ুয়া ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় নাজমুল (২৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী সুমন (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫। আটক সুমন নাটোর জেলার লালপুর থানার মনিহারপুর গ্রামের আরজেদ ভোলার ছেলে। র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২৩ জানুয়ারী রাত ২টার দিকে তাকে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে আটক করে। র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
নিশ্চিত করা হয়। উল্লেখ্য, স্কুলছাত্রীকে নিয়মিত উত্যক্ত করতো আসামী সুমন। ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে সুমনের বাবার কাছে অভিযোগ করে স্কুলছাত্রীর বাবা শাহজাহান। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় সুমন দলবল নিয়ে গিয়ে তার বাবার উপর হামলা করে। খবর পেয়ে তার মামা নাজমুল ঘটনাস্থলে গেলে আসামী সুমন তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় ওই স্কুলছাত্রীর বাবা ও ভাই আহত হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০